পূজার দিনগুলো যারা গ্রামাঞ্চলে কাটাতে চান, গ্রাম্য পূজার আনন্দ উপভোগ করতে চান, তারা South 24পরগনার সুন্দরবন অঞ্চলে
"SUNDARBAN ROYAL ECO RESORT" এ যেতে পারেন।
*এখানে নেই কোলাহল, নেই ব্যাস্ততা, নেই বিশেষ আড়ম্বর, আছে অনাবিল আনন্দ, গ্রাম্য স্নিদ্ধ ভালোবাসা, আছে গ্রাম্য আতিথেয়তা।ঘুরে ঘুরে দেখতে পারেন গ্রামের পূজা মণ্ডপ গুলো,উন্মুক্ত শরতের নীলআকাশ,গ্রামের মানুষের অকৃত্তিম আনন্দের পরিপূর্ন রূপ।
*এর পর তো থাকছে নদী বক্ষে Boat a kore Ghora a অঞ্চলে বিখ্যাত।
*সুযোগ থাকছে সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য্য উপভোগ করার। কথায় আছে"রথ দেখা কলা বেচা" গ্রামের পূজা দেখা আবার সুন্দরবন ঘোরা দুটোই সম্ভব।
*একটা বোট ভাড়া করে ঘুরে আসতে পারেন সুন্দরবনের কিছুটা অংশ, চক্কুস করতে পারেন বাঘ-মানুষের সহাবস্থান, নদীমাতৃক জীবনযাত্রা।
*খাওয়া- দাওয়া তে থাকছে সম্পূর্ণ বাঙালিয়ানা । গলদা চিংড়ি, পার্সে মাছ, মোচার ঘন্ট,লাউ চিংড়ি, আলু-পোস্ত, দেশি মুরগি, দেশি খাসির মাংস, এছাড়া ও ওই অঞ্চলের নানান মাছ, শাক-সবজির বিভিন্ন পদ।
এই দ্বীপে গিয়ে থাকবার জন্যে বিশেষ ঠিকানা এই ***********
*Sundarban Royal Eco Resort & SundarbanRoyal Bengal Tourism*
*কলকাতা থেকে মাত্র 120 কি .মি । কলকাতা( Sealdah থেকে Canning) or Sciencity ভায়া মালঞ্চ - Basnti- Godkhali, ভেসেল, ক্রস করে Bali দ্বীপ ,তারপর 15 min by Auto/ Magic/ Toto or our Private Car সোজা এই রিসোর্ট। ৩ ঘন্টা সময় লাগবে।
বেশি কিছু জানবার থাকলে যোগাযোগ করতে পারেন @ 9735379820 / 7003165029
* আশা করি যারা গ্রাম বাংলা বিশেষ করে প্রকৃতি ভালোবাসেন, জল-জঙ্গল ভালোবাসেন তারা একবার ঢুঁ মেরে দেখতে পারেন, ভালো লাগবে।
No comments:
Post a Comment